January 2, 2025, 10:31 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি
বুধবার ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের
প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের দুবাই-আরব আমিরাত শাখার সাধারণ
সম্পাদক মো. হামিদ আলী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক
প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অভিভাবক সদস্য গিয়াস
উদ্দিন খোকন, শিক্ষক প্রতিনিধি অজুফা আহামেদ, সদস্য সচিব বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফকে একই সঙ্গে অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির সভাপতি মোঃ হামিদ আলীকে সভাপতি হিসেবে মনোনীত করায় জাতীয়
সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল
ইসলাম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,
বিদ্যালয় পরিদর্শক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার, হুইপের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী,
বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ে
সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের
সহযোগিতা কামনা করেন।