December 26, 2024, 3:03 pm
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা সঞ্চালনায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন’র পরামর্শে ও নির্দেশক্রমে আজ ১৭ই আগষ্ট সকাল ৯.০০ ঘটিকায় বিএনপি, জামায়াত-শিবিরের প্রত্যক্ষ মদদে সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদ, সন্ত্রাস দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার উপজেলা চত্বর প্রদক্ষিণ করে
কার্যালয়ে সমবেত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সুযোগ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সভাপতি রতন কুমার শীল’ এবং বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়াও আ’লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা,, আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, সাংস্কৃতিক সম্পাদক লিটন আচার্য্য, দপ্তর সম্পাদক অলক সেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ হামিদুল ইসলাম এবং সদরের সকল ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লা হতে আগত নারী নেতৃত্ব, নেতাকর্মী ও আওয়ামী সমর্থকবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।