January 2, 2025, 6:42 pm
মোংলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (১৭ আগষ্ট) সকাল ১০টায় মিঠাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক নূর আলম শেখ, মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক হাছিব সরদার, কোডেক স্বপ্নযাত্রা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও শিশু কিশোরদের মাঝে পুরষ্কার বিতরনের পরে শোক র্যালী বের হয়।