আগৈলঝাড়ায় গৈলা বিজয় গুপ্ত’র মনসা মন্দিরে বার্ষিক পুঁজা অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে বরিশালের আগৈলঝাড়ায় “মনসা মঙ্গল” রচয়িতা কবি বিজয় গুপ্ত’র বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত, ৫শ ২৮ বছরের পুরোনো গৈলা ঐতিহ্যবাহী মনসা মন্দিরে বার্ষিক মনসা পুজা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে পুজার্চণা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সকাল ১০টায় এবং দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে ছাগল বলিদান। পুন্য লাভের আশায় দেশ বিদেশের হাজার হাজার ভক্ত তাদের মানত পুজা দিতে দুধ, কলা, ফল, মিষ্টি, ধুপ, ধুনো, ছাগল বলিদান, সম্পন্ন করেন। আগত ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আগৈলঝাড়া
থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন জানান, দেশের ঐতিহ্যবাহী মনসা মন্দিরের পুজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করায় সুষ্ঠ ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন হয়েছে।
কবি বিজয় গুপ্ত’র স্মৃতি রা মনসা মন্দির সংরণ ও উন্নয়ন কমিটির উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত জানান, গত দুই বছর করোনার প্রভাবে ভক্তরা কম আসলেও এবছর পুজায় উল্লেখযোগ্য সংখ্যক লোক সমাগম হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *