January 13, 2025, 10:22 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে প্রশিক্ষিত ৩০ জন যুবদের মাঝে সনদপত্র ও ঋনের চেক বিতরন করা হয়।
সোমবার সকালে শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অায়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান,ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী,পৌর অাওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া অাফরোজ হেলেন। এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল, সমবায় অফিসার আফসানা শাখী, মৎস্য অফিসার আবুল বাশার প্রমুখ।