কুমিল্লার চান্দিনায় বাদীকে মামলা তুলে নিতে আসামি পক্ষে হামলা ও বাড়ী থেকে তারিয়ে দিল

মোঃতরিকুল ইসলাম, তরুণ

কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ বশির উদ্দিন চান্দিনা থানায় গত ৮ ই আগষ্ট তার বাড়ীতে হামলা ও বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করেন। উক্ত ডায়েরি সূত্রে জানাজায় ২০২১ সালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী রাসেল,রুবেল,রবিউল গংরা বশিরের বাড়ি থেকে তার স্বজনদের ধরে নিয়ে কুপিয়ে তালা বদ্ধ করে রাখে এতে চান্দিনা থানায় একটি মামলা হয়।যার নাম্বার ১৯, তারিখ ১৬/৫/২০২১ ইং জিআর ১৩৬/২১ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড।মামলাটি বর্তমানে বিচারাধীন। আসামি রা জামিন নিয়ে বাদী পক্ষে লোকজন কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বাড়ি থেকে তাড়িয়ে দেয়।এসময় বাদির বড়ভাই হালিম কে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তাদের ভয়ে আতঙ্কে দিনাতিপাত কাটাচ্ছেন। এব্যাপারে আসামি পক্ষের কাউকে মুঠো ফোন কল করে পাওয়া যায় নি।সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা এএসআই কবির জানান বিষটি জমি সংক্রান্ত নিয়ে দীর্ঘদিনের সমস্যা। আমি কোটের অনুমতি পেলে আইন মোতাবেক ব্যাবস্থা নিবো। বাদী বশির উদ্দিন জানান আমার রাসেল, রুবেল, রবিউল গংদের ভয়ে আতঙ্কে দিনাতিপাত করছি।বাড়ি ছাড়া আমাদের পরিবার।সরকারের কাছে জোর দাবী জানাই দোষী দের ধরে আইনের আওতায় এনে বিচার করা হোক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *