January 3, 2025, 4:33 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে তেঁতুলিয়া মডেল থানা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল কাশেম, তেঁতুলিয়া মডেল থানার তদন্ত অফিসার জাহেরুল ইসলাম প্রমুখ।