January 15, 2025, 8:11 am
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় সাপের কামড়ে তামিম ইকবাল (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত তামিম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়ার চেয়ারম্যানপাড়া এলাকার নবী হোসেনের ছেলে ও ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
শনিবার দিবাগত রাত্রি অনুমানিক ১টার দিকে এ সাপের কামড়ের ঘটনাটি ঘটে। নিহত তামিমের পারিবারিক সূত্রে জানাগেছে, তামিম রাতে খাবার খেয়ে পরিবারের সকলের সাথে তাদের শয়ন কক্ষে ঘুমাতে যায়।
রাত্রি আনুমানিক ১টার দিকে তামিমের হাত মশারির বাহির চলে যায়। এসময় একটি বিষধর সাপ তামিমের হাতে কামড় দেয়। তামিম সাপের কামড়ে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পেয়ে সাপটিকে মেড়ে ফেলে।
সাপের কামড়ে তামিমের অবস্থা গুরুতর হলে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রামেক হাসপাতালে তামিমকে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তামিম মারা যায়।#
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া রাজশাহী।।