January 15, 2025, 2:09 pm
মো;বাবুল হোসেন পঞ্চগড় :
সময় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই / মোঃ হোসেনের নেতৃত্বে একটি দল বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ নং শালডাঙ্গা ইউপির খারিজা কাটনহাড়ী গ্রাম হতে আসামী ১) মোঃ সালেকুল ইসলাম (৪০),পিতা-মোঃ মোস্তাকিন,সাং- খারিজা কাটনহাড়ী,থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।