শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে ৯ জনকে কোরআন টুপি, হেজাব ,মগ ,১০০টাকা উপহার দেন

আল আমিন মোল্লা
স্টাফ রিপোর্টার।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে ৯ জনকে কোরআন টুপি হেজাব মগ ১০০ টাকা উপহার দেন ।

শেখানোর জন্যে ছোট্ট শিশুদের শাখারীয়া গ্রামের দুই মসজিদে পড়ানোর ব্যাবস্থা করেছে শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের শাখারীয়া গ্রামের ৯জন কোরআন শরীফ পড়তে শেখাই তাদের ৯ জনকে ১ টি করে কোরআন শরীফ,একটি করে টুপি, শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের লোগো ডিজাইন সহ একটি মগ , এছাড়াও ছোট মামুনিদের জন্য হিজাব ও, ১০০ টাকা পুরস্কার হিসাবে তুলে দেন ।

শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনেরএই পুরস্কৃত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখারীয়া গ্রামের দুই মসজিদের ইমাম সংগঠন অনেক সদস্য সহ সংগঠনের সভাপতি মোঃ ইফাজুল ইসলাম এবং কোরআন পড়ানোর মাওলানা মোঃ ইব্রাহিম ও হাচান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *