লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রস্তুতিস্থলে ছাত্রলীগের হামলা ভাঙ্গচুর

নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রস্তুতিতে হামলা ভাঙ্গচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপর ১২ টার সময় লক্ষ্মীপুর উত্তর তেমুনীতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাস ভবন প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জ্বালানি তৈল, গ্যাস ও বিদ্যুতের লোড শেডিং সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজনকৃত বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুত করা মঞ্চের, চেয়ার, টেবিল, ব্যানার পেস্টুন সহ সভাস্থলের সকল কিছু ছাত্রলীগ ভাঙ্গচুর এবং লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করে বলেন জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, সভা মঞ্চ প্রস্তুত শেষে আমরা যখন নামজের প্রস্তুতি নিচ্ছি ঠিক তখন নবগঠিত জেলা ছাত্রলীগের নেতার্মীরা হামলা ভাঙ্গচুর লুটপাট চালিয়েছে।
এসময় তিনি আরো বলেন,অ-ছাত্রদের নিয়ে গঠিত জেলা ছাত্রলীগ কমিটি আজ আমাদের সভাস্থল এবং বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা করে মূর্খতার পরিচয় দিচ্ছে। নতুন কমিটি পাওয়ার পর বিএনপির নেতাদের বাড়িতে হামলা করতেই হবে এইটা তাদের ঐচ্ছিক ইচ্চা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। গতরাতেও আমাদের ছাত্রদলের ৩ জন নেতার উপর হামলা করে তদের আহত করেছে।
আমরা ছাত্রলীগের এমন কর্মকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলা ভাঙ্গচুর যা কিছুই করুক যত বাধাই আসুক কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ বিকেল ৪.৩০ মিনিটে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি হামলার কথা অষ্কিকার করে বলেন, বিএনপির অন্ত কোন্দলে নিজেরাই ভাঙ্গচুর করে ছাত্রলীগ উপর দোষ চাপাচ্ছে। ছাত্রলীগের কোন নেতাকর্মী ওখানে যায়নি ছাত্রলীগ কোন হামলার সাথে জড়িত নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *