লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- সভাপতি রায়হান আলম

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

১০ আগস্ট বুধবার বিকেলে ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান আলম বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালবাভে লেখা পড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দও পরিবেশ রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে।
আজ বুধবার বিকেলে ক্ষেতলাল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সভাপতি রায়হান আলম।
স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নাছিমা আক্তারের সভাপতিত্বে ও ক্রিয়া শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান, শংকর চন্দ্র, ফরহাদ হোসেন, আওয়াল হোসেন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *