December 26, 2024, 10:10 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেছেন- অবিলম্বে জ্বালানি তেলের নতুন মূল্য প্রত্যাহার না করলে জনগণকে সাথে নিয়ে জাতীয় পার্টি রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে নাভিশ্বাস, একইভাবে বাড়ানো হয়েছে তেলের দাম। এতে দেশব্যাপী গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে দেশের মানুষ শ্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক শ্লোগান দিতে পারে ? এ থেকেই বোঝা যায় দেশের মানুষ কতটা গণতন্ত্র উপভোগ করতে পারছেন।
অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে (১০আগষ্ট) বুধবার
ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শেষে নগরীর সি কে ঘোষ রোডস্থ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন-নিত্যপণ্যের দাম, গ্যাসের দাম, ভোজ্যতেলের দাম, ওষুধের দাম, পানির দাম, সবশেষ জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার শুধু সাধারণ মানুষকে বিপদে ফেলেনি, দেশকেও মহাবিপদের দিকে ফেলেছেন।তিনি আরো বলেন, আগাম কোনো ঘোষণা ছাড়াই রাতের আধারে এ সিদ্ধান্ত নেয়ার উদ্দেশ্য সাধারণ মানুষ জানতে চায়।
মহানগর জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সভাপতি ডা : কে আর ইসলাম সদর জাপার সাধারন সম্পাদক ইদ্রিছ আলী,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল আলম তপন,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকন, আবজাল হোসেন হারুন, শাহজাহান মিয়া সহ মহানগর, সদর ইউনিয়নের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ বলেন, দেশের পরিবহন সেক্টর কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। কিছু সমিতি ও ইউনিয়ন পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। সরকারের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্তা সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে পরিবহন সেক্টরের সাথে আঁতাতের মাধ্যমে। তাই গণ পরিবহনে নৈরাজ্য কমছে না। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ১৯৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সাথে কথা রাখেনি। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। এক সময় ব্রিটিশরা বৈষম্য সৃষ্টি করেছিলো, তারপর বৈষম্য সৃষ্টি করেছিলো পশ্চিম পাকিস্তান। কিন্তু এখন দুটি দল মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি না করলে কেউ চাকরি পায় না, ক্ষমতাসীন দল না করলে ব্যবসা করতে পারে না কেউ। দেশের মানুষ এখন বলেন, এরশাদের শাসনামলে বেশি সুশাসন ভোগ করেছেন। তাই আবারো তারা জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়। বিক্ষোভ মিছিলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে জাতীয় পার্টির নেতৃত্বে ময়মনসিংহের রাজপথ লোকে লোকারন্য হয়ে উঠে।