September 15, 2025, 10:56 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এস আই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০ আগস্ট, ২০২২,তারিখ ১৩.৪০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ গ্রামস্থ্য জনৈক মোঃ লুৎফর রহমান (৬০), মোঃ আক্কেস আলী (৫৫), মোঃ বাদেশ আলী (৪৫) উভয়ের পিতা- মৃত রিয়াজ উদ্দিন এর ইউক্যালিপটাস বাগানের মধ্যে হইতে আসামী ১। মোঃ নজিরুদ্দিন আকন্দ ভুট্টু (৫০), পিতা- মৃত কছির উদ্দিন আকন্দ সাং -পৌলুঞ্জ পশ্চিমপাড়া ২। মোঃ মতিউর রহমান (৫১), পিতা- মৃত আবুল কাশেম সাং-পৌলুঞ্জ দক্ষিণপাড়া ৩। মোঃ শহিদুল ইসলাম (৫২) পিতা-মোঃ মনতাজ আলী সাং-পৌলুঞ্জ উত্তর পাড়া সর্ব থানা- ক্ষেতলাল, জেলা: জয়পুরহাটদের গ্রেফতার করা হয় এবং আসামী ৪। মোঃ আলম (৫০), পিতা- মৃত ময়েন উদ্দীন, সাং-পাঁচুইল, ৫। মোঃ মোত্তালেব (৪০), পিতা- মৃত কাশেম মন্ডল, সাং- পৌলঞ্জ দক্ষিণপাড়া, উভয়ের থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটদ্বয় পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জুয়া খেলার বোর্ড হইতে সর্বমোট ৭৬০/= (সাত শত ষাট ) টাকা যাহার মধ্যে ২। প্লাষ্টিকের বস্তার চট-০১ টি, ৩। ডন তাস সেট ০১ টি উদ্ধার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার অপরাধে ০৩ জন গ্রেফতার ও জুয়ার বোর্ড হইতে নগদ সর্বমোট ৭৬০/= (সাত শত ষাট ) টাকা যাহার মধ্যে ২। প্লাষ্টিকের বস্তার চট-০১ টি, ৩। ডন তাস সেট ০১ টি উদ্ধার।