January 3, 2025, 7:15 am
জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধমির্নী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উদযাপিত হয়েছে।সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কমকর্তার কাযালয়,আত্রাই,নওগাঁর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) কাজী অনিক ইসলাম।উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃরোকসানা হ্যাপী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেশ আরা, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) তারেক সরকার, বীর মুক্তি যোদ্ধা ভারপ্রাপ্ত কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্যা,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক সহ সকল দপ্তর প্রধান, সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাঠ পর্যায়ে ছয়জন দরিদ্র,অসহায়ও দুস্থ মহিলাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।।