January 23, 2025, 5:37 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িরব পানছড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়ন ফরম কেনার শেষ দিনে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউসিসির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন রায়হান আহমেদ ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃমাসুদ রানা।এইছাড়া ছয়টি ব্লক থেকে আরও ছয়জন সদস্য নির্বাচিত হোন।
গত ৭ আগষ্ট রবিবার সকাল ১০টা হতে অফিস চলাকালীন সময়ে ও ৮ আগস্ট বেলা ২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়। পানছড়ি উপজেলা বিআরডিবির অফিস কক্ষ থেকে সকালে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তারা। আর কোনো প্রার্থী না থাকায় আপাতত নির্বাচন হচ্ছে না বিষয়টি নিশ্চিত করেন বিআরডিবির কর্মকর্তা জাকারিয়া চৌধুরী। আগামী মাসের ১২ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল।