December 27, 2024, 2:59 am
মহিউদ্দীন চৌধুরী।
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে পূর্ব পেরলা গাউছিয়া কমিটি বাংলাদেশ ও পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকা বাসীর যৌথ উদ্দৌগে আহলে বাইতে রাসূল (ﷺ)স্বরণে ৫দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের
১ম দিবস অনুষ্ঠিত হয়।
পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো-রফিকুল ইসলামের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা জয়নাল আবেদিন (খতিব পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদ)
বিষেশ বক্তাঃ মাওলানা ইলিয়াস (ইমাম, পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদ)
বিষেশ অতথি ছিলেন :-মোহাম্মদ হাফেজ আহম্মেদ সভাপতি পূর্ব পেরলা গাউছিয়া কমিটি ।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি সহ পূর্ব পেরলা গাউছিয়া কমিটির সকল নেতৃবৃন্দসহ অনেকেই।