পাইকগাছা এস এস সি পরিক্ষার্থী লোহার রড ও ছুরিকাঘাতে আহত

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা লোহার রড ও ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনাটি রোববার রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে। এলাকাবাসি আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহতের পিতা কেষ্টপদ মন্ডল জানান, আমার ছেলে রুদ্র মন্ডল এবার এস এস সি পরিক্ষার্থী। গত রোববার রাত ৮ টার দিকে হাফিজ স্যারের কাছে পড়তে যাচ্ছিলো। পথে মধ্যে হাসপাতালের নিকট পৌছালে মটর সাইকেল যোগ ৩ জন ছেলে এসে আকশিক রড দিয়ে মাথায় বাড়ি দেয়। এ সময় সে পড়ে গেলে ছুরি দিয়ে আঘাত করতে গেলে গলায় ও কোমরে লাগে। তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থা খারাপ হওয়ায় কর্ত্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাইকগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, বিষয়টি শুনেছি, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *