কেশবপুরের হাসানপুর বাজারে সরকারী জমির উপর যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মানের অভিযোগ

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে সরকারী খাসজমির উপর যাতায়াতের রাস্তা বন্ধ করে জোরপূর্বক পাকা ঘর নির্মানের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উক্ত বাজারের হাসানপুর মৌজার ১৪২ নং খতিয়ানের ৬৯৩ দাগের ১২ শতক জমির মধ্যে ১০ শতক জমি হাসানপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন ক্রয় করে সেখানে বাসাবাড়ি করে বসবাস করছেন।তার পার্শ্বের জমির মালিক হারুনর রশিদ বুলবুল ,মতিয়ার রহমান তারা দোকান করে ব্যবসা করছেন। তাদের ভাড়াটিয়া প্রবেশ দাস এই তিনজন মিলে আবুল হোসেনের দীর্ঘদিন চলার রাস্তা বন্ধকরে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করছেন।সরকারী জমির উপর রাস্তা যেখান দিয়ে এলাকার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। সেই রাস্তার উপর ঘর নির্মান করার ঘটনায় থানায় অভিযোগ করার পরও দখল দাররা পাকাঘর নির্মান বন্ধ করেনি। সরকারী জমির উপর রাস্তা দখল করে এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘাতের আশংকা করছেন বাজারের সচেতন মহল।এদিকে রাস্তা দখল করে পাকা ঘর নির্মানের প্রতিবাদ করতে গেলে আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম(৫৫),ওপুত্রবধুু জাহিদা খাতুন(৩০)কে দখলদাররা মারপিট করে আহত করে বলে অভিযোগ করেন তারা। এদিকে জানতে চাইলে অভিযোগ প্রাপ্ত কেশবপুর থানার এস আই বিদ্যুস কর্মকার জানান আমার কাছে ৫আগষ্ট অভিযোগ করেছিলো কিন্ত কাজের চাপে ঘটনাস্থলে যেতে পারিনি।আগামী কাল আশারাখি যাবো বলে জানান।
মোঃজাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *