January 3, 2025, 3:21 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজার সংলগ্ন ক্রোড়দুলিয়ায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক ও কামাল হোসেনে নামে স্থানীয় দুই আ.লীগ নেতার বিরুদ্ধে। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন সহ ৬ ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজার সংলগ্ন ক্রোড়দুলিয়ায় সরকারি রাস্তা ও জেলা পরিষদের জায়গা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করেছে আব্দুর রাজ্জাক ও কামাল হোসেন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তারা। দোকানঘর নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। সাজেদা খাতুন নামে এক নারী বলেন, আমাদের গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তার প্রবেশপথে সরকারি জায়গায় দোকানঘর নিমার্ণ করায় কোনধরণের যানবাহনই চলাচল করতে পারছেনা। অভিযোগকারী আবুল হোসেন বলেন, সরকারি রাস্তা থেকে দোকানঘর না সরানোয় এলাকার মানুষদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। এ রাস্তার পাশ দিয়ে গ্রামের ৪ শতাধিক মানুষের বসবাস। এছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকেন এ রাস্তা দিয়ে। আমাদের রাস্তা প্রয়োজন আমরা রাস্তা চাই। সরকারি রাস্তার জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক ও আবুল কালাম বলেন, রাস্তার ধারে আমাদের পৈতৃক সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী বলেন, সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কোন সুযোগ নেই। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোকানঘর সরকারি রাস্তার পড়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।