শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে রানীশংকৈল উপজেলার গোগোর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে, বাক্সা সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার নিজ উদ্যোগে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ব্যাক্তিত ও লেহেম্বা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক একরামুল হক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন , শিক্ষার্থী রুবাইয়দা, সাথী, মীম, নিলা আক্তার, বাপ্পী, তারেক আজিজ প্রমুখ।
পরে দুই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ,খাতা, কলম, নগদ অর্থ সহ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ।
শিক্ষক সোহেল রানা দীর্ঘ দিন থেকে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করে আসছে। এটি ছিল তার ১৬ তম কার্যক্রম প্রতিমাসের প্রথম সপ্তাহে তিনি এটির আয়োজন করেন।

আবু জাহেদ
পীরগঞ্জ ঠাকুরগাঁও

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *