January 15, 2025, 4:49 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
শোকাবহ আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম এ হাশেম কলেজের উদ্দ্যোগে
এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ আগষ্ট শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কলেজের
সভাপতি, পারটেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোর সভাপতিত্বে ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন ভুঞা।
উক্ত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি , বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদা খানম সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান
শাহনাজ বেগম,চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল সহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি মরহুম এম এ হাশেম সাহেবের সহধর্মিণী সুলতানা হাশেম, মেজো পুত্র আজিজ আল মাহমুদ মিটো,বড় নাতি আমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন,
রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শি্ক্ষক – শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক বর্নাঢ্য জীবন ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।