টংগিবাড়ী আউটশাহীর মির্জানগরের দেলোয়ারের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

গতকাল শুক্রবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ীথানাধীন আউটশাহীর মির্জানগরের বাসিন্দা মুদি দোকানদার দেলোয়ারের উপর হামলা কারিদের গ্রেফতার ও কোর্টে মিথ্যা মামলা করার প্রতিবাদে একালা বাসির মানববন্ধন

সরেজমিনে গিয়ে জানাযায় যে গত ২০ জুলাই ২০২২ খ্রীঃ বেলা ১টার সময়ে দেলোয়ারের দোকানে এসে হামলা চালায়।
এবং দেলোয়ার (৪৫) এর ডান হাত ভেঙ্গে দেয়। দেলোয়ার চিকিৎসা করাতে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্যকম্পেকেক্স এ যান সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিকিৎসা করার পড় টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করতে যান।
প্রথমে দেলোয়ার এর থানায় অভিযোগ পত্র গ্রহন করেননি
এ সুযোগে প্রতিপক্ষের পক্ষে রাশেদা বেগম, ২১ জুলাই ২০২২ খ্রীঃ আমলী আদালত টংগিবাড়ী থান মুন্সীগঞ্জ কোর্টে একটি কাউন্টার মামলা দায়ের করেন যাহার মামলা নং সি আর ২৪১/২০২২ পরবর্তী তে দেলোয়ারের মামলা গ্রহন করাহয় ২৮ জুলাই ২০২২ খ্রীঃ যাহার মামলা নং ১৬/১৩১ আসামী
১/আনিক বেপারী (২৮) পিতা বুলু বেপারী ২/শামীম, বুলু বেপারী , ৩/ বুলু বেপারী পিতা মৃত্যু মাহমুদ বেপারী, ৪/ রাশেদা বেগম স্বামী বুলু বেপারী, সর্ব সাং মির্জানগর, এলাকা বাসির অভিযোগ দেলোয়ার কে প্রতিপক্ষ মেরে ডাল হাত ভেঙ্গে দিয়ে আবার কাউন্টার মামলা দিলো।
দেলোয়ার থানায় অভিযোগ করে ও বিচার পাচ্ছেন না আসামীরা আবার দেলোয়ার কে হুমকি দিচ্ছে দেশে কি গরিবের বিচার নাই। সে জন্য আমরা মানববন্ধন করছি বিচার না পেলে
আমরা মুন্সীগঞ্জ কোর্টে মানববন্ধন করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *