রংপুরে অভিযাত্রিকের ২২৪৭তম সাহিত্যে আসর অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —

আজ ৫ আগষ্ট ২০২২ শুক্রবার বিকেল ৫ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে ২২৪৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি সাহিত্যকর্মী রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাহিতং আসরের শুরুতে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে ১৫ আগষ্ট নিহত সকলের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।
আসরে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র প্রয়াস হিসেবে ২০০ ফল,কাঠ ও ঔষধি গাছের চারা ‘আমরা স্বপ্ন ছুঁই’ সংগঠনের সদস্যদের প্রদান করা হয়। তারা বিভিন্ন স্থানে নিজ দায়িত্বে তা রোপণ করবেন।
সাহিত্য আসরে মুখ্য আলোচক ছিলেন, শিক্ষাবিদ সুন্দরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ও লেখক নাসরিন সুলতানা রেখা এবং লেখক, গবেষক লুৎফর রহমান।
প্রবন্ধ পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা ও সাঈদ সাহেদুল ইসলাম।
স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হক সাগর, শাহনেওয়াজ, শরীফ সমুন, কবি ও সংগঠক নাসরিন নাজ, শাহজাহান আলী মিলন, প্রিতম, সংগীত পরিবেশন করেন, সাহিল ফারহান লিওন ও জনাব সাইফুল ইসলাম।
পুরো আসরটি সঞ্চালনা করেন কবি মাসুম মোরশেদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *