December 26, 2024, 6:32 pm
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৩ আগস্ট) দুপুরে উপজেলার শোলাকুড়ি দিঘির পাড়ে মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ। উক্ত মাঠ দিবসে এলাকার কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষিকর্মকর্তাগন উপস্হিত ছিলেন।