March 13, 2025, 7:12 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী ভূমি অফিসের পশ্চিম পাশে আলিফ চায়নিজ এন্ড রেস্তোরাঁর শুভ উদ্বোধন করা হয়েছে। বিয়ে, বৌ-ভাত, জন্মদিন, সেমিনার, আকিকা ও সকল প্রকার অনুষ্ঠানের অর্ডারসহ হোম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে এ রেস্টুরেন্ট যাত্রা শুরু করে।
সোমবার (১লা আগস্ট )বিকালে উপজেলার বরেণ্য ওলামা মাশায়েখ, বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মিলাদের মাধ্যমে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
আলিফ চায়নিজ এন্ড রেস্তোরাঁর মালিক নাসির উদ্দীন আকন বলেন, তালতলী উপজেলায় আধুনিক মানের
ভালো স্বাস্থ্য সম্মত চাইনিজ খাবার রেস্তোরা না থাকায়
অনেকেই তালতলীকে নিয়ে কটাক্ষ করতো।দূরের পর্যটকরাও ভালো মানের খাবার হোটেলে নিয়ে চিন্তা থাকতো। এই হোটেলটি হওয়ায় এখন খাবার নিয়ে কাউকে চিন্তা করতে হবেনা। এছাড়া অনেকেই বিভিন্ন প্রোগ্রামের খাবার বরগুনা আমতলী থেকে আনতেন এ পরিস্থিতির অবসান ঘটিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত সেবার অঙ্গিকারে শুরু করেছি এ রেস্টুরেন্টে। এখানে যেকোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া ও হোম ডেলিভারির সু-ব্যবস্থা রেখেছি।আশাকরছি ভোজনরসিক সকলের আস্থার নাম হবে আলিফ চায়নিজ এ্যান্ড রেস্তোরাঁ।