সুজানগরে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উধাও

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ডিবি পুলিশ পরিচয়ে বিল্লাল হোসেন নামে এক কসাইয়ের কাছ থেকে ২৫ কেজি খাসির মাংস লুটে নিয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে পৌরসভার চর সুজানগর গ্রামে। প্রতারিত কসাই বিল্লাল হোসেন ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। প্রতারণার শিকার কসাই বিল্লাল হোসেন জানান, এদিন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি আমার বাড়িতে এসে প্রথমে সে নিজেকে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা পরিচয় দেয়। এবং সঙ্গে থাকা তার ছবি সহ ডিবি পুলিশের পরিচয়পত্র দেখান। এরপর একটি অনুষ্ঠানের জন্য পাবনার পুলিশ সুপার স্যার খাসির মাংস নিতে পাঠিয়েছে বলে জানান। এ সময় ৯০০ টাকা প্রতি কেজি দরদাম ঠিক করে একটি খাসি জবাই করে ২৫ কেজি মাংস প্রস্তুত করে তাকে দেই। কিন্তু সে টাকা না দিয়ে এসপি স্যার পাবনা তার অফিস থেকে টাকা দিবেন বলে ২৫ কেজি মাংস এবং আমার কর্মচারী আব্দুল জলিলকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে পাবনার উদ্দেশে রওনা দেন। এক পর্যায়ে মোটরসাইকেল পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে প্রতারক ভুয়া ডিবি পুলিশ কৌশলে জলিলকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসপি স্যারের কাছ থেকে টাকা এনে দিচ্ছি বলে মাংস নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সুজানগর থানার (ওসি) আব্দুল হাননান জানান, প্রতারককে ওই ভুয়া ডিবি পুলিশকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য এর আগেও সম্প্রতি বিভিন্ন সময়ে পাবনা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের এক বাড়ি থেকে দুইটি খাসি, বাকছিডাঙ্গি এলাকার সাইদুলের চাউলের মেল থেকে ১২ বস্তা চাউল ও মসজিদপাড়া এলাকার কামাল হোসেন নামে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকার মাছ নিয়ে কৌশলে উধাও হন প্রতারকচক্র।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *