December 26, 2024, 3:13 pm
এইচ,এম রাজীব
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি ও এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক বাবু পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাশুদেব কুন্ডু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবু রামমোহন দে মন্ডল, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, দেশবিরোধী কুচক্রী মহলের ষড়যন্ত্রকে প্রতিহত করতে নবগঠিত শালিখা উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রথমেই এ্যাড শ্যামল কুমার দে কে সভাপতি ও ইলিয়াচুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।