January 2, 2025, 4:34 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌরসভায় নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে নতুন এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরু নবী সরকার,পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে দুলাল হোসেন, বাচ্চু, জাকির হোসেন, উজ্জল,তোফাজ্জল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে পৌরসভার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। এরই ধারাবাহিকতায় নতুন এই রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও পৌরবাসীর কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।