January 2, 2025, 6:59 pm
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
শিশুকে কোনরকম আঘাত আর নয় শিশু শৈশব করি আনন্দময়” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় শিশু নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইউনুসেফ সাহায্যপুষ্ট একসিলারেন্টিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরীর জন্য প্রথমে র্যালি ও পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মোঃ মুনিরুল ইসলাম উপজেলা মাধ্যমিক একাডেমিকাদের সুপারভাইজার, বেলায়েত হোসেন পরিদর্শক পাথরঘাটা থানা, মোহাম্মদ আবু ইবনে আল আসাদ (সি আর এ), মোঃ আবু জাফর খান (সি এস) মহিলা বিষয়ক অধিদপ্তর পাথরঘাটা। সহ পাথরঘাটা শিশু কিশোর কিশোরী ক্লাব সদস্য অভিভাবক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশু কিশোর কিশোরী নির্যাতন প্রতিরোধে আমাদের সকলের সচেতনতা একান্ত কাম্য।
দেশকে এগিয়ে নিতে হলে আজকের শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে।
বক্তারা আরো বলেন শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য তাৎক্ষণিক প্রশাসনিক সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন ১০৯ কল করার আহ্বান জান।
অমল তালুকদার।।