ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে- ইমরান উদ্দীন বশির

মহিউদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে গতকাল বিকালে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা ‘ মাহফিল এর দ্বিতীয় দিবসে মাহফিল
পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব, মুহাম্মদ নুরুল আমিন টিটুর
সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইমরান উদ্দীন বশির, রাজনীতিবিদ জসিম উদ্দিন, ইউপি সদস্য আরিফ উদ্দীন বাবু,
শফিউল আজম, আবদুর রহিম সহ আরো অনেকেই। মাহফিলে ওয়ায়েজ ছিলেন শায়খ মুহাম্মদ সৈয়দ হাসান আযহারী, মাওলানা সাইফুল্লাহ খালেদ আলকাদেরী,মাওলানা ওসমান গনি আলকাদেরী। এসময় পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইমরান উদ্দিন বশির বলেন,এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে। এ মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *