পঞ্চগড়ে নদীতে ডুবে পাথর শ্রমিকের মৃত্যু

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে নজরুল (৬০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নজরুল সোমবার সকালে পাথর তুলতে যায় নদীতে।

সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার মিলনর্মাকেট এলাকায় চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।

পরে বেলা ১২টার সময় নদীর দেড় কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। মৃত পাথর শ্রমিক নজরুল কাজিপাড়া এলাকার সাকোয়াত আলীর ছেলে।

একসময় নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের কাছে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ নদীর গভিরে গেলে পানিতে তলিয়ে যান তিনি।

এদিকে অন্যান্য শ্রমিকেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা পর চাওয়ায় নদীর দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে নজরুল ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।

এদিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *