মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে শ্রেণিকক্ষ সংকট ও বেঞ্চ প্রয়োজন

(রিপন ওঝা,মহালছড়ি)

মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল’র ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষের হাসিমুখের পরিবেশ বলে দিচ্ছে নতুন বেঞ্চ পেয়ে তারা কতটা খুশি।

করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে বেশিরভাগ বেঞ্চগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পরে সেই সাথে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির ফলে দেখা দেয় শ্রেনিকক্ষ ও বেঞ্চের সংকট, বিদ্যালয় ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেঞ্চ বানানো সম্ভব হচ্ছিলো না, সংকট নিরসনর বিশেষ মুহূর্তে সামাজিক মাধ্যমে দূরে ও কাছের শ্রদ্ধেয় বড়ভাই সহযোদ্ধা নিকটতম বন্ধুদের দেয়া অনুদানে নিয়ে আসা হয়েছে ১২ জোড়া হাই-লো বেঞ্চ(২৪টি)।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল প্রতিষ্ঠালগ্ন হতে সর্বক্ষেত্রে সুনাম অর্জন করছে। গত ২/৩টি মাস ধরে আমি ও সহপ্রধান শিক্ষক রিপন ওঝাসহ সামাজিক মাধ্যমে বিভিন্ন জনের নিকট হাত পেতেছি, আপনাদের দেয়া ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় ১২জোড়া বেঞ্চ দিয়েছে। তাই আপনাদের আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করছি। আমাদের এ বিদ্যালয়ে আরো অনেক বেঞ্চ প্রয়োজন। বিদ্যালয়ের আর্থিক অনটন থাকায় পর্যাপ্ত বেঞ্চ তৈরি করতে সক্ষম হচ্ছি না। তবুও আশা করছি ভবিষ্যতে আপনারা বিদ্যালয়ের ও আমাদের অবহেলিত শিক্ষকদের পাশে দাড়াঁবেন। আমাদের বিদ্যালয়ে আরো কিছু বেঞ্চ ও শ্রেণিসংকট রয়েছে, তবে অচিরেই ঘুচে যাবে।

আপনাদের এমন সহযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *