December 26, 2024, 1:21 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ২/২০২২-২৩ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মীসূচীর আওতায় সাম্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ উফশী রোপা আমন ধানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
এসময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারীকমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা কৃ্ষিকর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক হোসেন খান, অতিরিক্ত কৃষিকর্মকর্তা শাকুরা নাম্নী সহ উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন।