December 26, 2024, 11:08 am
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট অমিত হাবিবের নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই শুক্রবার ঢাকাতে দু’দফা জানাযা শেষে বিকাল ৫টায় তার মরদেহ নিজ জেলা ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌছে। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি সহ ঝিনাইদহের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন। এরপর ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোআ ও মোনাযাত করা হয়।
এর পর মরহুমের মরদেহ তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহ দেখতে শতশত মানুষ উপস্থিত হলে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্ঠি হয় সকলের মাঝে। এরপর বাদ মাগরিব তার নিজ বাড়ির প্রাঙ্গনে তার সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।