রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়া

হেলাল শেখঃ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া (৭৬)। তিনি গতকাল বুধবার (২৭ জুলাই ২০২২ইং) দিবাগত রাত ১২ টার দিকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়ার জানাযা পরান মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, এ সময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারসহ আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের মৃত চাঁন মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা’র কমান্ডার মোতালেব মিয়া। মৃত মোতালেব মিয়া তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়ার একমাত্র ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩), মেয়ে মোছাঃ ডলি ও মোছাঃ সাথী জানান, তাদের বাবা অনেক ভালো মানুষ ছিলেন, বাবার কাছ থেকে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমরা তাঁর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা রইলো।
আশুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের সঙ্গীয় ফোর্স ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ সম্মান প্রদর্শন করা হয় মৃত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব মিয়াকে। গত রাতে এই বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যুর পর শত শত মানুষ তাকে শেষ দেখা দেখতে আসেন এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকল ধর্মপ্রান মসলমানগণ দোয়া করেন, আজ জানাযা শেষে তাঁকে স্থানীয় মানিকগঞ্জ পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *