পাইকগাছার লতায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে একটি বসতবাড়ি লন্ডভন্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বয়ে যাওয়া আকষ্মিক প্রচন্ড গতির ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ‘
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দূর থেকে মোবাইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। যাতে দেখা যায়, প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়টি কয়েকটি চিংড়ী ঘেরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের অন্তত ৫০/৬০ ফুট উপর দিয়ে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে গদারডাঙ্গা গ্রামের গপ্ফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে উপরে তুলে ফেলে দেয়। তবে ঝড়ের সময় আশ-পাশের এলাকা শান্ত থাকতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, এসময় ঝড়ের সাথে ঘেরের পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। ঘটনায় তাৎক্ষণিক এলাকায় ঘূর্ণিঝড় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে গ্রামবাসীকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরেদর্শন করেছেন।
এসময় তিনি অসহায় গপ্ফার গাজীকে সহযোগিতার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন। তাকে সহযোগিতার জন্য ০১৭৬০- ১৪৭০৮৪ বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *