January 2, 2025, 7:11 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণুবিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার ছেলে ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। এদিন সকালে মহিষের গাড়ী,ঘোড়ার গাড়ী সহ বিভিন্ন ধরনের যানবাহনের বহর নিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র,প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা,ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ.লীগ নেতা আফছার আলী, শ্রী সুবোধ কুমার নটো, রবিউল হক টুটুল, রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক,ইউনুস আলী বাদশা, সরদার আব্দুর রউফ, কুতুব উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সজীব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য কমানা করে দোয়া করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি