May 11, 2025, 6:12 pm
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চাটখিল,নোয়াখালী,বৃহস্পতিবার, ২৮ জুলাই,২০২২:
নোয়াখালীর চাটখিলে স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএমএসএফের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল কানন।
সাংবাদিক ও সমাজসেবক রুবেল ভুঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি মেহেদী হাছানকে (রুবেল ভূঁইয়া) আহবায়ক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চাটখিল প্রতিনিধি ইয়াছিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।
কমিটির সদস্যরা হলেন কামরুল কানন (একাত্তর টিভি), আলাউদ্দিন (সম্পাদক আলোকিত নোয়াখালী)সাইফুল ইসলাম রিয়াদ(নোয়াখালীর বার্তা) , সিরাজুল ইসলাম হাসান(দৈনিক বর্তমান দিন),আনোয়ারুল আজিম(দৈনিক সংবাদ প্রতিদিন),মনির হোসেন সোহেল(দৈনিক গনমানুষের আওয়াজ/ চ্যানেল সিক্স) , ওমর ফারুক (বিডি টাইমস/ প্রিয় নোয়াখালী)ইসমাইল হোসেন সজিব(দৈনিক সকালের সময়),মাহবুবুর রহমান পিংকু (দৈনিক এই আমার দেশ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা বাস্তবায়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।