পাইকগাছায় সীমানা পিলার উদ্ধারঃ শিক্ষকসহ আটক-৫,প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
খুলনার পাইকগাছায় সীমানা পিলার পিলার,”বিএম ডব্লিউ”প্রাইভেটকার ১৬০ সিসি একটি মটর সাইকেলসহ ৫ জনকে পুলিশ আটক করেছো। আটককৃতরা হলো যশোর তালতলা গ্রামের ইকবাল লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে কলেজ শিক্ষক শরিফুল ইসলাম (৪৭),খুলনার ফুলতলার দামুদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৩), পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা(২৭),ও পাইকগাছার দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী(৩৫)। গোপন সংবাদে পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বোয়ালিয়ার মোড় থেকে তাদের আটক করে। তাদের অসংলগ্ন কথায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সীমানা পিলার পাচার চক্রের সদস্য বলে পুলিশকে জানায়। তাদের দেয়া স্বীকার উক্তি মোতাবেক জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করে। যদিও সেটা নকল বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে। পিলারের গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া ১৮১৮ সাল লেখা আছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,ধৃতদের নামে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *