পাইকগাছায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্যার পিসি রায় সড়ক

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।।
খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের স্যার পি সি রায় সড়কের ইট ও খোয়া,উঠে যত্রতত্র খানা-খন্দ হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসিরায়ের ২ আগষ্ট জন্মবার্ষিকীর আগেই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।
উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রাড়ুলী। যেখানে ২ আগষ্ট ১৮৬১ সালে জন্ম গ্রহণ করেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়)। তার নামে একমাত্র ইটের সোলিং এর সড়কটি ইট খোয়া উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পাশে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয়। আছে কলেজিয়েট ইন্সটিটিউট, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার ছাত্র/ ছাত্রী ও সাধারণ জনগণ এ সড়কে চলাচল করতে যেয়ে চরম দুর্ভোগের শিকার হন। যত্রতত্র খানাখন্দ হওয়ায় ইঞ্জিন চালিত গাড়ী গুলো হেলে দুলে পড়ে। গাড়ীর চাকায় নোংরা পানি ছিচকে পথচারীদের জামা কাপড় নষ্ট করে দেয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দ্রুত যাতে সড়কট সংস্কার করা যায় সে ব্যাপারে খুলনা-৬ সংসদ সদস্যের সাথে কথা বলেছি। রাড়ুলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান জানান আগামী ২ আগষ্ট বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্ম দিনের আগে সড়কটি সংস্কার জরুরি।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *