January 2, 2025, 11:30 pm
মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার সদর থানাধীন তালুক খুটামারা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ এক জনকে গ্রেফতার করেন।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই/মোঃ আমিনুল ইসলাম, এএসআই/ ফরহাদ আলী,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের সদর থানাধীন তালুক খুটামারা মৌজাস্থ জনৈক মোঃ বাদল মিয়ার চায়ের দোকানের সামনে লালমনিরহাট হইতে পাটগ্রাম গামী হাইওয়ে রাস্তার উপর হইতে মোঃ মিজানুর রহমান এর চালিত প্রাইভেট কার এর ব্যাক ডালার ভিতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানায় একটি মালা হয়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন তালুক খুটামারা এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিশেষ প্রাইভেট কার এর ব্যাক ডালার ভিতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিজানুর রহমান, নামের এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
হাসমত উল্ল্যাহ।