December 27, 2024, 12:30 am
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ।
লাল সবুজের বর্ণিল রঙে রাঙিয়ে পুরো ফুটবল মাঠের চারপাশ দৃষ্টিনন্দন করেছেন আয়োজক শিক্ষা অফিসার শাহ আলম এবং তার সহযোগীরা। রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অসংখ্য ফেস্টুন ব্যানার ও প্লাকার্ড। মাঠের চারপাশ জুড়ে ব্যান্ড পার্টির সানাইয়ের সুরে ব্যাপক আনন্দমুখর পরিবেশে চলছে ফুটবল টুর্নামেন্টটি।
২৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভধনী বক্তব্য এবং টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য এম এ খালেক, স্বাগত বক্তব্য রাখেন টিএম শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, সাংবাদিক এ এস এম জসিম, প্রাইমারি ইন্সটক্টর প্রকাশ মন্ডল ও সহকারী শিক্ষা অফিসার গন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
দু’দিন ব্যপী এই ক্রিড়ানুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেয়া ৮টি ফুটবল টিম পরস্পর পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।
অমল তালুকদার