January 2, 2025, 10:31 pm
বিশেষ প্রতিবেদক : শনিবার ২৩ জুলাই বিকেল ৫ টায় বানারীপাড়া নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের ২৯ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী সংগঠনের মিলনায়তনে পালন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, খেলাঘর আসরের উপজেলা সভাপতি মোঃ মোশারফ হোসেন, নতুনমুখ সহ-সভাপতি ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সম্পাদক এস মিজানুল ইসলাম, কবি ও লেখক ধীরেন হালদার, বানারীপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশীষ চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম মজিবুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এমরান হোসেন, স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমীন শুভ, সঞ্চালনায় খেলাঘর আসরের সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ।#