পাথরঘাটায় ভোক্তা অধিকারের অভিযান ২১ হাজার টাকা জরিমান আদায়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ভোক্তা অধিকারের অভিযান। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল সহ নানা অনিয়মের কারণে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৫ জুলাই সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চলে। বরগুনা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এই দন্ড দেন। পৌরশহরের হোটেল রেস্টুরেন্ট ও গ্যাসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এঅভিযানে সঙ্গে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পরেশ চন্দ্র হাওলাদার এবং থনা পুলিশ সদস্য গন।

খাদ্যে ভ্যাজাল সহ ভোক্তাদের স্বার্থবিরোধী তৎপরতাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস।

অমল তালুকদার।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *