January 2, 2025, 5:06 pm
কামাল উদ্দিন টগর,নওগাঁ বিশেষ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র উদযোগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ব্যাটালিয়নের আওতাধীন নওগাঁ জেলার সদর, পোরশা ও সাপাহার এবং চাপাইনবাব জেলার গোমস্তাপুর উপজেলার ৪৪ বিঘা জলাবিশিষ্ট মোট ১৪টি পৃথক পুকুরে বিভিন্ন দেশী প্রজাতির ১০০ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় এই কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র প্রধান দপ্তরের একটি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসিজি।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ এস এম রাইহান আলমসহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা বিশেষ প্রতিতনিধি।।