January 3, 2025, 7:02 am
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা হলরুম পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মইনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার, উপজেলা কৃষি অফিসার ভারপ্রাপ্ত মোছা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্য মেলার সম্পাদক সুজিত বসাক, উপজেলা শিক্ষা অফিসার নজমুল হক, মহিলা বিষয়ক অফিসার সুবীর পাল, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতির দীপক কুমার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্যনির্বাহী সদস্য অশোক কুমার সরকার, শেরপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের, শেরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কর্মকার কৃষ্ণ, সাংবাদিক নাহিদ আল মালেক, শাকিল আহমেদ, এরশাদ হোসেন, বাদশা, সৌরভ অধিকারী শুভ, যোবায়ের হোসেন, আব্দুল মমিন, মাহফুজ আহমেদ প্রমুখ