তানোরে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতিদায়িত্ব) শরিফুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। জানা গেছে,২৩ জুলাই শনিবার “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম মৎস্য চাষে কিভাবে সফল হওয়া যায় ও মৎস্য চাষে বর্হিরবিশ্বে কিভাবে এগিয়ে যাচ্ছে, মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য চাষি ও মৎস্যজীবীদের করনীয়সহ দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ সোহেল রানাপ্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকার আদর্শ মৎস্যচাষিগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *