January 2, 2025, 8:01 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর দেশ বাংরাদেশ এই প্রতিপাদ্ধ সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সপ্তাহব্যাপী কার্যক্রম উদযাপিত শুর হয়েচ্ছে।গত ২৩জুলাই ২০২২ইং শনিবার প্রতি বছরের ন্যায় এ বছরও ২৩ -২৯ জুলাই ২০২২ খ্রি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হতে যাচ্ছে। আজ থেকে শুরু সপ্তাহব্যাপী এ আয়োজন ।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার দুই বছর পরে কুমিল্লায় এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” এ মর্মে ঘোষনা দেন। আজ বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের মতই মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় মাছ।
কালীগঞ্জে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সাইয়েদুল মোফাচ্ছালীন,অবসর প্রাপ্ত অধ্যাপক উত্তর বাংলা কলেজ এস এম মোসোয়ারুল ইসলাম,কালীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলা,রিপোর্টার্স ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, মঞ্জুরুল ইসলাম,ফারুক হোসেন,হাসমত উল্লাহ,সহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট সিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
হাসমত উল্লাহ।।