বানারীপাড়ায় র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥

বরিশাল র‌্যাব-৮’র বিশেষ অভিযানে বানারীপাড়ায় ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাব- ৮। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বরিশাল র‌্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে এক দল র‌্যাব সদস্যরা বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপোতা গ্রামে ল্যাংটা সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেল (৩৫),তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যেতে সক্ষম হয় । অভিযানেকালে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতে বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে তিন জনকে আসামী করে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল দীর্ঘদিন যাবৎ বানারীপাড়া ও পার্শ্ববর্তী উপজেলায় মাদক ব্যাবসা করে আসছে।
ইতিপুর্বে সোহেল বিভিন্ন সময় র‌্যাব ও পুলিশের হাতে অবৈধ অস্ত্র ,ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন সময় গ্রেফতার হলে কিছুদিন হাজতবাস করে আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করে।

এদিকে এলাকাবাসী সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *